এম.পলাশ শরীফ, বাগেরহাট :
ধর্ম অবমাননা করে একটি ইউটিউব চ্যানেলে পোস্ট দেওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ও পঞ্চকরণ ইউনিয়নের ৫ গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে (২ জুলাই গতকাল রবিবার) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-৩, তারিখ-০২.৭.২০২৩। মামলার একমাত্র আসামি মিস্ত্রীডাঙ্গা গ্রামের অমৃত রায়ের ছেলে অরূপ রায় (২৫) পলাতক রয়েছেন।
জানা গেছে, শনিবার বিকেলে তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামের অরূপ রায় পবিত্র কুরআন শরীফ অবমাননা করে তার ইউটিউব চ্যানেলে পোস্ট দিলে তা নিয়ে উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে। এক পর্যায়ে বিষয়টি মিস্ত্রীডাঙ্গা, পাঁচগাও, দেবরাজ, পঞ্চকরণ ও কুমারিয়াজোলা গ্রামের লাকজনের মধ্যে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন অরূপ রায়কে খোঁজাখুজি শুরু করেন। অরূপ রায় শরীয়তপুরের একটি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বলে তার পিতা জানিয়েছেন।
খবর পেয়ে থানার ওসি মো. সাইদুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, পঞ্চকরণ ইউনিয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। ঘটনা সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও মোরশেদা আক্তার বলেন, অরূপ রায়ের বাড়ি ও দুই ইউনিয়নের সীমান্তবর্তী দেবরাজ বাজারে পুলিশ, জনপ্রতিনিধি, চৌকিদার ও দফাদার অবস্থান করছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, অরূপ রায় এলাকায় নেই। তার পোস্টের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় পঞ্চকরনের ইউপি সদস্য মো. শামীমুল হাসান বাদি হয়ে অরূপ রায়কে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এমআই