নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রামপুরায় কলেজ শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় থামাতে যাওয়ায় আরেক শিশুকে চাপা দিয়েছে একই বাস। এতে চাপা দেওয়া দুইজনেরই মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে রামপুরা ব্রিজ ও হাতিরঝিল সড়কে ভিক্টর পরিবহনের একটি বাস এমন কাণ্ড ঘটায়।
নিহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী জাহিদ হাসানের নাম জানা গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার মোদাচ্ছের আলীর ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন তারা। তারা তিন ভাই এক বোন।
মারা যাওয়া শিশুটির নামপরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় পর বাসটির চালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।
নিহত জাহিদের বড় ভাই ইমরান বলেন, তার ভাই চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। অনলাইনে ক্লাস করত সে। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে জাহিদ গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রামপুরা ব্রিজের সামনে ওই শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যাওয়ার জন্য হাতিরঝিল সড়কে ঢুকে পড়ার পর বাসটি এক ভিক্ষুক নারীর শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটিও নিহত হয়।
পরে হাতিরঝিল থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, ভিক্টর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় এক শিক্ষার্থীকে চাপা দেয়। এ সময় শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক শিশুকে চাপা দেয় বাসটি। দ্রুত উদ্ধার করে শিশুটিকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআই মিজানুর আরও বলেন, দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এমআঔ