মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
‘সম্ভাবনাময় ভবিষ্যৎবির্নিমানে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
শনিবার (১৫ জুলাই-২০২৩) সকালে দিনাজপুর প্রেসক্লাব থেকে কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানার নেতৃত্বে এক র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুবাড়ীতে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশিক্ষকবৃন্দ।
র্যালি ও মানববন্ধনে প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) শেখ রাকিবুল হাসান, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) খাদেমুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (ওয়েলডি) রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমআই