শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় ছাত্রী হল 'শেখ হাসিনা' হলে প্রথমবারের মত আয়োজিত হয়েছে বিতর্ক কর্মশালা।
শনিবার(১৫ জুলাই) হল প্রভোস্ট মোঃ সাহেদুর রহমানে'র সভাপতিত্বে দুপুর ২ টায় শেখ হাসিনা হলের টিভি রুমে এই বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী। এছাড়াও, উক্ত কর্মশালায় হলের হাউজ টিউটর কুলছুম আক্তার স্বপ্না ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত উপস্থিত ছিলেন। হলের আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এই বিতর্ক কর্মশালা দুপুর ২ টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬ টায়।
হলে এমন বিতর্ক কর্মশালা আয়োজনের বিষয়ে জানতে চাইলে হলটির প্রভোস্ট মোঃ সাহেদুর রহমান বলেন, ' একাডেমিক পড়াশোনার বাইরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা উচিত নিজেদেরকে আরও বেশি যোগ্য করে তোলার জন্য। আর হলেই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক সময়ের বাইরে বেশি সময় অবস্থান করে তাই হল ভিত্তিক একটি বিতর্ক সংগঠন গড়ে উঠলে হলের শিক্ষার্থীদের বিতর্ক চর্চার বিষয়টি সহজ ও ফলপ্রসূ হবে। আমাদের আবাসিক শিক্ষার্থীরা হলের বিতর্ক সংগঠন তৈরী করতে আগ্রহ প্রকাশ করছিলো, তারই পরিপ্রেক্ষিতে আরও বেশি শিক্ষার্থীদের বিতর্কে সংযুক্ত হতে আগ্রহী করতে এই কর্মশালার আয়োজন। আমরা আশা করি সামনে আমাদের এই হলের বিতর্ক সংগঠন তৈরী হলে এখান থেকে আমরা ভালো বিতার্কিক দল গঠন করতে পারবো এবং জাতীয় পর্যায়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হল গুলোর সাথে প্রতিযোগিতা করতে পারব। আমাদের শিক্ষার্থীদের এরূপ যেকোন সৃজনশীল সংগঠন গড়তে সকল সহযোগিতায় আমরা হল প্রশাসন সবসময় সচেষ্ট থাকব। '
বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারী পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ১৩ তম আবর্তনের ও হলের আবাসিক শিক্ষার্থী নাসরিন আক্তার বলেন, ' বিতর্ক নিয়ে আগ্রহ থাকলেও একাডেমিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনে যাওয়ার সময় হয়ে ওঠে না। তবে হল প্রশাসনের সহযোগিতায় আজ বিতর্ক কর্মশালা দিয়ে হল ভিত্তিক একটি বিতর্ক সংগঠন তৈরী হওয়ার পথটা সহজ হলো। সেই সাথে যেসব শিক্ষার্থীরা বিতর্ক সম্পর্কে জানে না আজকের আয়োজিত এই কর্মশালার মাধ্যমে তারাও বিতর্ক সম্পর্কে জানতে পেরেছে। সামনের দিনে এই বিষয়টা তাদেরও আগ্রহ জোগাবে। আমার জন্য এই বিতর্ক কর্মশালা ভালো বিতার্কিক হতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছি। আশা করব সামনের দিনেও হল প্রশাসনকে আমরা যেকোনো বিষয়ে আমাদের পাশে পাবো। '
এমআই