মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
(১৫ আগস্ট ২৩) সকাল ১১টা ৩০ মিনিটে সময় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারে সকল শহীদের স্মরণ করা হয়।পরে বিকাল ৪টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল,প্রতিষ্ঠাতা সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু,অর্থ সম্পাদক ফারহান সিদ্দিকী নাঈম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন,দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন,সদস্যদের মধ্যে শেখ নাদিম,মোঃ মামুন প্রমুখ।
এমআই