মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৮১৬ দশমিক ৪৮০ গ্রাম ওজনের ৭ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে আসা এসপি গোল্ডেন লাইনের একটি গাড়ি থেকে এই স্বর্ণ সহ তাকে আটক করা হয়।
আটক স্বর্ণচোরাচালানির নাম মোঃ মাহবুব আলম (৪০)। সে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মধ্যচারি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ভারতে পাচারের জন্য ঢাকা থেকে পরিবহনে করে স্বর্ণের একটি চালান সাতক্ষীরায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি অভিযানিক দল ভোরে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেয়। সকাল সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের একটি গাড়ী থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে মাহবুব আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরের বেল্টের সাথে বিশেষভাবে লাগিয়ে রাখা ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ দশমিক ৪৮০ গ্রাম (৭০ ভরি)। যার মূল্য আনুমানিক ৬৩ লক্ষাধিক টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে জিজ্ঞাসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জরা দেয়া হবে।
এমআই