মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ভারত থেকে আমদানিকৃত খৈল বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার করেছে হিলি কাস্টমস।
এরিপোর্ট লিখা পর্যন্ত এসব মাদক পরিবহনের অভিযোগে ভারতীয় ট্রাকসহ ট্রাক চালক কৃষ্ণ রায় (৩৬) কে বন্দরের হেফাজতে রাখা হয়েছে।
আটককৃত ভারতীয় ট্রাক চালক ভারতের হিলি থানার ত্রিমোহনী এলাকার সন্তোষ রায়ের ছেলে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেয়া তথ্যের ভিত্ত্বিতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ২নং ওজন স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ডাব্লু বি- ১১-সি১৫২৮ নাম্বারের খৈল বোঝাই ভারতীয় ট্রাকে তল্লাশী চালানো হয়।
এসময় ট্রাক চালকের কেবিন থেকে লুকিয়ে রাখা ২২৩ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ, এবং ৩ হাজার ৮শ পিস নেশা জাতীয় প্যাথেডিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
সময় জার্নাল/এলআর