ডিআইইউ প্রতিনিধি:
"Pharmacy Strengthening Health Systems" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, র্যালি, সেমিনার, পোস্টার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ফরিদা বেগম বৃক্ষ রোপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
পরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ফরিদা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফরিদা বেগম স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ফার্মেসির গুরুত্ব তুলে ধরেন এবং গুরুত্ব আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এমআই