রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শত্রুপক্ষরে ফাঁসাইতে হইবো না!

শুক্রবার, মে ২১, ২০২১
শত্রুপক্ষরে ফাঁসাইতে হইবো না!

ডা. মোহাম্মদ নুরুল হুদা খান :

"একটার পর একটা মারামারির রোগী আসছে। মারাত্মক জখমের রোগী যেমন আছে, তেমনি আছে গায়ে কোন আঁচড় না লাগা রোগীও। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, এরপরও দাবী করছে তাকে প্রচুর মারা হয়েছে, এমন এক রোগীর সাথে আমার কথোপকথনঃ

--কি সমস্যা?...

--(নিজের শরীরের বিভিন্ন জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে)দেহেন না, মাইরা কি করছে...

--কই, কিছু তো দেখছিনা...

--আরে স্যার, ছ্যাঁচা মাইর দিছে আমারে, বুঝেন না ক্যান...

--সরকারি খাতায় ছ্যাঁচা মাইর, চিপা মাইর লেখার কোন বিষয় নাই, আঘাতের চিহ্ন দেখাতে হবে...

--(চোখ টিপ মেরে) স্যার, এট্টু বাইরে আহেন...

আমি অগত্যা রুমের বাইরে গেলাম...

--কি বলবেন বলেন...

--স্যার, অবশ করার ওষুধ আছে না আপনাগো?

--জ্বি, আছে তো...

--ঐটা আমার হাতে পুশ কইরা কদ্দুর কাইটা তারপর আবার সিলাই দেন, তারপর লেইখা দেন এই আকামডা আমার শত্রুপক্ষ করছে। আপনেরে আমি খুশি কইরা দিমু...

আমি মোটামুটি তার বুদ্ধিতে স্তম্ভিত। চোখ বড় বড় করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। লেখাপড়া করেছে বলে মনে হয় না, করলে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া এর জন্য কোন ব্যাপার ছিলো না...

--স্যার, কি চিন্তা করতাছেন? ট্যাকার চিন্তা কইরেন না কইলাম...

--না, টাকা না, অন্য বিষয় চিন্তা করছিলাম। যাই হোক আমার পক্ষে এটা করা সম্ভব না...

--স্যার, এইটা না করলে আমার বাপের মইরা যাওন ছাড়া কোন উপায় নাই...

--আপনার বাপের কথা আসছে কেন!!!...

--শত্রুপক্ষরে ফাঁসাইতে হইবো না! আমার এই উপকারডা আপনে না করলে বাপের মাথায় দুইডা বাড়ি দিয়া মাইরা ফালাইতে হইবো, দোষ পড়বো শত্রুপক্ষের উপর। বুড়া মানুষ, আইজ না হইলে কাইল মরবো, বাপেও রাজী। নিজের বাপ তো, মারতে কষ্ট হইবো...

আমি আবার লোকটির দিকে তাকালাম। কেমন শান্ত একটা চেহারা, অবিকল মানুষের মত দেখতে...

কোন এক কবি বলেছিলেনঃ

"আদম নিক্ষিপ্ত হয়েছিলো সিংহল দ্বীপে, 

ইভ খোরাসানে, 

আর ইবলিশ বাংলাদেশে..."

আপাতত কবির সাথে দ্বিমত পোষণ করার কোন কারণ খুঁজে পাচ্ছি না

যেসব ডাক্তাররা বলে গ্রামের মানুষ সহজ সরল,তারা কখনো ইমারজেন্সী,অর্থোপেডিক্স,সার্জারি ডিপার্টমেন্টে কাজ করে নাই। 

যারা বলে গ্রামের মানুষ সহজ সরল তারা সহজ সরল।

গ্রামের মানুষকে সরল বলা মানুষকে ‍যে সরল বলে সে আরো  বেশি সরল..."


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল