জাহিদুল ইসলাম, রাবি সংবাদদাতা :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। আজ (১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদালয়ের দ্বাদশ সমাবর্তন ২০২৩ নভেম্বর মাসে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। সমাবর্তনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, এবছরের ৪ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নভেম্বর মাসে সমাবর্তন হবে বলে ঘোষণা করা হয়। এতে রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এ সমাবর্তনে সভাপতিত্ব করার কথা ছিল।
এমআই