স্পোর্টস করেসপন্ডেন্ট:
আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটা খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তারকা পেসার তাসকিন আহমেদও খেলতে পারছেন না এই সিরিজে। কাঁধের পুরনো চোটে ভোগা তাসকিনকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
বিশ্বকাপ চলাকালে মাসেল টিয়ারের সমস্যায় পড়েন তাসকিন। চোটের অস্বস্তি নিয়েই বিশ্বকাপ খেলেছেন তিনি। বিশ্বকাপে খুব একটা পারফর্ম করতে পারেননি তাসকিন। কেউ কেউ বলছেন, চোটের অস্বস্তির কারণেই নিজেকের উজার করে দিতে পারননি তিনি।
তাসকিনের কাঁধের চোট পুরনো। অস্ত্রোপচারেও এই চোট সাড়বে তার নিশ্চয়তা নেই। বিশ্রাম নিয়ে নিয়ে ব্যথা সয়েই খেলতে হবে। যেহেতু চোটের মাত্রা বেড়েছে তাই আপাতত তাসকিনকে লম্বা সময়ের বিশ্রামে পরামর্শ চিকিৎসকদের। যেন তিনি সুস্থ হয়ে ফিরতে পারেন।
তাসকিন লম্বা সময় বিশ্রামে থাকবেন কিনা সিদ্ধান্ত এখনো নেয়নি বাংলাদেশ। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছেন বিষয়টি।
দুটি টেস্ট খেলতে ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ২৮ নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এমআই