নিজস্ব প্রতিনিধি:
দিনভর তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সন্ধ্যার পর হিম শীতল পরিবেশ। রাত সাড়ে ১২টার পর শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত মঙ্গলবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। যার প্রভাবেই রাজধানীতে নেমেছে এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিলো। এই বৃষ্টির পরই শীত নামবে।
রাত ও ভোরে নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে।
সময় জার্নাল/এলআর