মো: মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ক্যাম্পাস সিনেটর নির্বাচিত হয়েছে খুবির পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ম.ই.ম ফাহাদ।
ক্যাম্পাস সিনেটর ফাহাদ বলেন, "বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটিকে ধন্যবাদ দিতে চাই সারাদেশে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এমন একটা সুযোগ করে দেয়ার জন্য।
বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সংগঠন থাকলেও সরাসরি পরিবেশ নিয়ে কাজের জন্য এমন প্ল্যাটফর্ম সবখানে নেই। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক ক্যারিয়ার গঠনে আশা করি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
তিনি আরো বলেন, আমরা অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করে বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতাসহ পরিবেশ সংরক্ষন, পরিবেশ উন্নয়ন, পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত সেমিনার আয়োজন ও মাঠপর্যায়ে কাজ শুরু করব। যা পরিবেশ উন্নয়নের পাশাপাশি পরিবেশ বিষয়ক ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিবে"।
উল্লেখ্য, "বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি" বাংলাদেশের স্নাতক পর্যায়ের পরিবেশ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত একটি সামাজিক সংগঠন।বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের পরিবেশ উন্নয়ন ও সচেতনতা সম্পর্কিত বিভিন্ন সেমিনার আয়োজন করে আসছে। এছাড়াও, পরিবেশ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা পালন করছে।
সময় জার্নাল/এলআর