সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
শীতকালীন অবকাশ ও যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। ছুটির আগে এবং পরে ৪ দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুযায়ী, শীতকালীন ও যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাস ছুটি এবং ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।
এদিকে ছুটির দিনগুলোতে আবাসিক হলসমূহে বাড়তি নিরাপত্তা জোরদার করে হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল। বুধবার দুপুরে প্রভোস্ট কাউন্সিলের ১২৬তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ছুটির দিনগুলোতে আবাসিক হলের চারপাশে নিরাপত্তা জোরদার করতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রত্যেক হলে রাতে অন্তত ২জন এবং দিনের বেলায় ১জন করে বেশি নিরাপত্তা কর্মী পাহারায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘প্রভোস্ট কাউন্সিলের সভায় শীতের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এবং এ সময়ে হলগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করতে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিযুক্ত করার জন্য প্রক্টরিয়াল বডি বরাবর আমরা চিঠি দিয়েছি।’
এছাড়াও ছুটিকালীন সময়ে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল অনুষ্ঠিত নিয়মিত নিরাপত্তা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সার্বক্ষণিক বন্ধ থাকবে। ক্যাম্পাসে বহিরাগতদের গাড়ি প্রবেশের ক্ষেত্রে গেইটে আনসার সদস্যদের কাছে রক্ষিত খাতায় তথ্য এন্ট্রি করে প্রবেশ করতে হবে। নির্মাণশ্রমিকেরা তাদের ঠিকাদার প্রতিষ্ঠান থেকে দেয়া গেইট পাশ প্রদর্শন পূর্বক ক্যাম্পাসে প্রবেশ করবেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সার্বক্ষণিকভাবে তাদের নিজ নিজ আইডি কার্ড বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রাত ১১টার মধ্যে ক্যাম্পাসে অবস্থিত দোকানসমূহ বন্ধ করারও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ছুটিকালীন সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত নিরাপত্তা কমিটির মিটিংয়ে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং ক্যাম্পাসের সকল ফটক সার্বক্ষণিক বন্ধ রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং আজকে ক্যাম্পাসে সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে এসব সিদ্ধান্ত এবং নির্দেশনাসমূহ সম্পর্কে সকলকে অবহিত করা হয়েছে’
সময় জার্নাল/এলআর