সাইদ আহম্মদ, শেকৃবি প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে এক ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে আহত করার দায়ে তাদের বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয় ৷
গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সুপারিশক্রমে ও ১০০তম সিন্ডিকেট মিটিংয়ে বিবিধ-১ এর সিদ্ধান্ত অনুযায়ী ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। স্থায়ী বহিষ্কৃত ৫ শিক্ষার্থী হলেন- মোস্তফা রাফিদ (রেজি: নং ১৭-০৭৯৬৪), কে. এম. আশিকুর রহমান (রেজি: নং ১৭-০৮০৬৯), মো. রাসেল আহমেদ (রেজি: নং ১৭-০৮০২৫), তোফায়েল আহমেদ (রেজি: নং ১৭-০৭৯৫৩), মো. মহিবুল্লাহ সাগর (রেজি: নং ১৭-০৮০৫২)। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত তোফায়েল ও আশিকুর রহমান স্নাতক এবং বাকি ৩ জন মাস্টার্সে অধ্যয়নরত।
বহিষ্কৃত শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ওই ভলান্টিয়ারের। আমরা আমাদের শিক্ষাজীবন ভালোভাবে শেষ করতে চাই। পড়াশোনার মাঝপথে এমন সিদ্ধান্ত আমাদের জন্য মেনে নেওয়া খুবই কঠিন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি মানবিক দিক বিবেচনা করে আমাদের বহিষ্কার আদেশ তুলে নিয়ে শিক্ষাজীবন শেষ করার সুযোগ দেওয়ার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুনর রশীদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে। শৃঙ্খলা বোর্ডের সুপারিশে সিন্ডিকেট থেকে শাস্তির অনুমোদন করা হয়েছে। এখনো একজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে দোষী হিসেবে প্রমাণ মিললে একই শাস্তি কার্যকর হবে। শিক্ষার্থীদের আপিলের সুযোগ আছে। আপিল করলে সেটি নিয়ে আবার মিটিং ও সিদ্ধান্ত হবে।
সময় জার্নাল/এলআর