খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
রামুতে রেললাইনের নাট বল্টুসহ নানা যন্ত্রাংশ চুরি, ছিনতাই রোধ কল্পে শনিবার ২৩ ডিসেম্বর বিকেলে রামু সদর, রেললাইনের রামু জংশন এর আশপাশে মাইকিংসহ সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী- কক্সবাজার রেললাইনের রামু জংশনের স্টেশন মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু সদর ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী, ইউপি সদস্যা মনোয়ারা ইসলাম নেভী, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: খালেদ হোসেন টাপু, প্রবাসী দিদারুল আলম, আজিজুল হক মেম্বার, রামু থানার এস আই সন্তোষ, রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাবকলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন রেফারি ওমর ফারুক মাসুম।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে রেললাইন দিয়েছেন। সেই রেললাইন রক্ষার দায়িত্ব আমাদের সবার। রেল লাইনের নাট বল্টুসহ যন্ত্রাংশ, পাথর চুরি, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছিনতাই বন্ধসহ বখাটে যুবক, মাদক সেবনকারীরা রেললাইন আশপাশে ঘুরাঘুরি না করার জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
সময় জার্নাল/এলআর