সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হোসেন খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউসিজি) অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড মো আব্দুল আউয়াল, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড.এম. হারুণ-অর-রশিদ, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এতে মোট ২৪ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশারায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ড. আরিফ হাসান খান রবিন বলেন, প্রশিক্ষণের প্রতিটি সেশনই দক্ষ প্রশিক্ষার্থীদের দিয়ে ক্লাস হয়েছে। আশা করি অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সবাই উপকৃত হবে। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও হবে।
অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে ড. সুলতান উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের তিনটি প্যাকেজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক কৃষির সাথে তাল মেলাতে এই কোর্স খুব উপকারি হবে। এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সবাইকে ধন্যবাদ। এরকম আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশা করি।
সময় জার্নাল/এলআর