ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জরিমানা বাতিলসহ বিভিন্ন দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও অবস্থান কর্মসূচি সংঘঠিত হয়েছে।
শনিবার(৩০ ডিসেম্বর) সকালে বাদামতলায় সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয় এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ফটকে অবস্থান নেয়।
সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের দাবি সমূহ তুলে ধরেন যেগুলো হলোঃ অযৌক্তিক জরিমানা বাতিল, জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয়, বকেয়া সত্ত্বেও যাদের বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি দিবে তাদের জরিমানা হবে কিন্তু সেটাও কমাতে হবে, স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে, জরিমানার কারণে শিক্ষাবৃত্তি আটকানো যাবে না।
এসময় ট্রাস্টি বোর্ডের সভার কারণে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিনস' কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান এবং প্রক্টরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মোঃ আলী আজম খান সভা শেষে উপাচার্য ও রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন এবং তারা জানান, প্রশাসন বা শিক্ষকগণ সব সময় শিক্ষার্থীদের পক্ষেই কাজ করে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে শিক্ষার্থীদের পক্ষেই যেন রায় হয়।
উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এতে আশ্বস্ত হয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন এবং তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, গত অক্টোবর সেশনের সেমিস্টার ফি নির্ধারিত সময়ের পর পরিশোধ করায় বেশিরভাগ শিক্ষার্থীর ৫০০০ টাকা জরিমানা ধরা হয় এবং অনেকের চলতি সেমিস্টারের জমাকৃত ফি থেকে জরিমানার টাকা কর্তন করা হয়।
এছাড়াও স্বাস্থ্য বীমার টাকা নিলেও তা কার্যকর নয় বলে দাবি করছেন শিক্ষার্থীরা।
সময় জার্নাল/এলআর