কুবি প্রতিনিধি
প্রথমবারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ প্রকাশিত হয়েছে।
রবিবার (৩১ তারিখ) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এ ব্যাপারে বার্ষিক প্রতিবেদন প্রস্তুতকারী কমিটির আহ্বায়ক বলেন, ' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখা আমাদের স্পন্সর করেছে। আমরা বিনামূল্যে এটি বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতে দিব। এখন থেকে নিয়মিত এটা প্রকাশ করা হবে।'
এ ব্যাপারে বার্ষিক প্রতিবেদন প্রস্তুতকারী কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, ' এটি উপাচার্য স্যারের অনন্য উদ্যোগ। এটা সময়ের চাহিদা ছিল। সামনের দিনে উপাচার্য স্যারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'এ বছরই প্রথমবারের মত বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রকাশনা সামনেও অব্যাহত থাকবে। বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে এপিএ র্যাংকিংয়ে এগিয়ে যাব বলে বিশ্বাস করি। জনতা ব্যাংককে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। এছাড়া প্রকাশনার কাজে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ।'
আরইউ