বুধবার, জানুয়ারী ৩, ২০২৪
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামীকাল (৪ জানুয়ারি) থেকে। অনলাইনে আবেদন চলবে ১৮ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত । তবে ২০ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত দেওয়া যাবে আবেদন ফি।
এবার প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি ১হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং ‘রকেট’ বা ‘বিকাশ’- এর মাধ্যমে জমা দেয়া যাবে।
এবারের ভর্তি পরীক্ষাতেও থাকছে সেকেন্ড টাইম। যারা ২০২০ সালের মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ সালের উচ্চমাধ্যমিক, আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই কেবল আবেদন করতে পারবে ৷ সেকেন্ড টাইম শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো এবার চট্টগ্রাম বিভাগের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরইউ