নিজস্ব প্রতিনিধি:
‘আমার কাজ ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসবে কি আসবে না, সহিংসতা পরিস্থিতি কী হবে না হবে, জানি না। সহিংসতার বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’
ভোটের দিন সকালে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনারকে কয়েকটি প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিতে চাননি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখানে আমার ভোট দিতে আসছি। আমি জানি না।
ভোট নিয়ে আপনার সন্তুষ্ট কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দেননি।
সেখানে সংবাদ সম্মেলনের জন্য রাখার ডায়েসের সামনে দাঁড়িয়ে শুরুতে তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় এ ভোট আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করবো ভোটের দৃশ্যমান স্বচ্ছতা যতটা তুলে ধরা যায় সে চেষ্টা করুন।
সিইসি বলেন, ভোট নিয়ে যদি মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়, সেই প্রত্যাশা আর শুভকামনা করি।
সময় জার্নাল/এলআর