সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গা থেকে ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পোনে ২টায় এবং সকাল ৭টায় দুই দফায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যে ইবি থানা পুলিশের সহায়তায় এগুলো নিষ্ক্রিয় করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
প্রক্টর বলেন, রাত পোনে দুইটার দিকে আমি তথ্যটি জানতে পারি। আমি খবর পেয়ে প্রক্টরিয়াল বডিকে নিয়ে পুলিশের সহায়তায় ককটেল সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি। এখন পর্যন্ত ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া থেকে একটি স্পেশাল টিম আসবে, পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।
এদিকে ঘটনার বিষয়ে জানত চাইলে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া আমি বিস্তারিত জানি না। ভিসি স্যারের সাথে জরুরি মিটিং আছে। মিটিং শেষে বিস্তারিত জানাতে পারবো।
প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তারক্ষী সূত্রে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল সংলগ্ন পকেট গেইটের পাশে দুইটি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। এবং সকালে শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন সংলগ্ন এলাকায় দুইটি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে একটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশের সহায়তায় বস্তুগুলো উদ্ধার করে ইবি থানায় হস্তান্তর করা হয়।
সময় জার্নাল/এলআর