শুক্রবার, ০৩ মে ২০২৪

গবির ৩টি বিভাগ ও ১টি অনুষদের নবীনবরন সম্পন্ন

রোববার, জানুয়ারী ১৪, ২০২৪
গবির ৩টি বিভাগ ও ১টি অনুষদের নবীনবরন সম্পন্ন

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৩টি বিভাগ ও ১টি অনুষদের শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪জানুয়ারি) সকালে আইন, বাংলা এবং ফলিত গণিত বিভাগ ও ভেটেরিনারি অনুষদের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

এ সময় বাংলা বিভাগের ৩২তম ব্যাচের নবীন বরণ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে একাডেমিক ভবনের ৩২১ নং কক্ষে। বিভাগটি ২০০৮ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগটিতে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। 

ভেটেরিনারি অনুষদের ১৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে । অনুষদটি ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে চারশতাধিক শিক্ষার্থী এবিভাগে অধ্যায়নরত রয়েছে। 

আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কক্ষে। বিভাগটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে।

এবং ফলিত গনিত বিভাগের ২৮তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয় একাডেমিক ভবনের ৫১৪ নম্বর কক্ষে। বিভাগটি ২০১০ সালের দিকে তার যাত্রা শুরু করেছিল। 

এ আয়োজনে, শুধুমাত্র আইন বিভাগের নবীন বরণে  উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দরা। এছাড়া অনান্য বিভাগ এবং অনুষদে নিজ নিজ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময়, বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী সাবিকুন নাহার আফরিন বলেন, 'সাহিত্যপ্রীতি থেকেই বাংলা বিভাগে আসা। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এখানে আবদ্ধ করেছে। ভবিষ্যতে শিক্ষক হওয়ার অদম্য ইচ্ছে বাংলা ভাষা চর্চায় আমাকে আগ্রহী করে তুলেছে।'

প্রসঙ্গত, গবিতে জানুয়ারী ও অক্টোবর ২ সেশনে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী বছরে ২ সেমিষ্টার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গবিতে পাঠদান করানো হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল