মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নিরাপত্তা কর্মচারীদেরকে দর্শকের কাতারে বসিয়ে অনুষ্ঠান করছে প্রশাসন। চবি উপাচার্য - উপ উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচীতে এমন মন্তব্য করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী।
সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে চবি শিক্ষক সমিতির আয়োজিত অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। প্রশাসন সমিতির অবস্থান কর্মসূচিকে বাঞ্চাল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি চলাকালীন ভিসির মদদে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 'গণতন্ত্রের বিজয়' নাম দিয়ে তারা গান, বাজনা, মঞ্চনাটক করে চলছে। বারংবার নিষেধ করার পরেও উচ্চস্বরে গান, বাজনা বন্ধ করেনি তারা। দর্শকের কাতারে নিরাপত্তা কর্মচারীদেরকে বসিয়ে অনুষ্ঠান পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দীনতা কবে থেকে শুরু হয়েছে আমার জানা নেই। যেখানে এমন আনন্দ উদযাপনের ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী নিষেধ করেছেন সেখানে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বাঞ্চাল করতে কার্যক্রম করতেও দ্বিধাবোধ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ লঙ্ঘন করে প্রয়োজন না থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ দেওয়া এবং দীর্ঘদিন ধরে অব্যাহত চলমান ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে শিক্ষক সমিতি। গত রোববার (১৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত।
এমআই