বাকৃবি প্রতিনিধি:
অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কন্ফারেন্স রুমে এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন আইএফআইসি ব্যাংক।
অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল। এছাড়াও এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবুল মনসুর বলেন, আমরা প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। সেই ধারাবাহিকতায় এবছরও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আন্দিত। আশা করি সামনেও আমাদের এই উদ্যোগ আমরা পরিচালনা করতে পারবো।
এমআই