সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাপ্তাহিক সোমবারের অনলাইন ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহ থেকে ওইদিনের ক্লাস এবং পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়ীসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।
এর আগে গত বছরের ৩০ জুলাই থেকে বৈশ্বিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের ব্যয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে একদিন (সোমবার) অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এসময় ওইদিনে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ বন্ধ ছিল। এবং দুপুরের সিডিউলের বাসের সকল ট্রিপও বন্ধ রাখা হয়।
সময় জার্নাল/এলআর