স্পোর্টস ডেস্ক:
একদিন পরই মাঠে গড়াচ্ছে জমজমাট বিপিএল। এ নিয়ে সরগরম মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং এর পাশে থাকা বিসিবি একাডেমি মাঠ। কিন্তু এসব কোলাহল থেকে অনেক দূরে, ঢাকার পাশে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করলো ফরচুন বরিশাল। সেখানেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলেন তামিম ইকবাল।
এ সময় তামিমের কাছে জানতে চাওয়া দীর্ঘদিন পর ফিরে কেমন লাগছে। জবাবে তামিম বলেন, ‘একটু আড়ষ্টতা তো থাকবেই। তিন মাসেও খুব বেশি অনুশীলন করা হয়নি। গত দুই-আড়াই সপ্তাহ ধরেই ব্যাটিং করা হচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। একটু আড়ষ্টতা আছে। আশা করছি, বিপিএল শুরুর আগেই যা যা করার আমার পক্ষে (করা সম্ভব), তা করতে পারব।’
সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তামিমের দুই সতীর্থ সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। তাদের অভিনন্দন জানানোর বিষয়ে তিনি বলেন, ‘এখনও দুজনের কারও সাথে দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাক কি হয়।’
ভবিষ্যতে তামিমকে রাজনীতিতে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর পর রাজনীতিতে নাম লেখালাম। তখন আপনি এটাই দেখাবেন, আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওইরকম কোনো প্নান নেই।’
এমআই