বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন সাড়ে ৩ লাখ

শুক্রবার, জানুয়ারী ১৯, ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন সাড়ে ৩ লাখ

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গত  ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি  পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৫৬ হাজার। 

বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের প্রশাসক  অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। 

 অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ৮  জানুয়ারি থেকে শুরু হওয়া   প্রাথমিক আবেদনপত্রের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫০০। 

তিনি বলেন, হিসেব অনুসারে এর মধ্যে এ ইউনিট ১ লাখ ৩০ হাজার,  সি ইউনিট ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং বি ইউনিট ৮৮ হাজার ৩০০ । এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ২৬শে জানুয়ারী শুরু হয়ে চার ধাপে চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত । 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল