সাইদ আহম্মদ, শেকৃবি প্রতিনিধি:
শেষ হয়েও হয়নি শেষ ছোট গল্পের এই কথাটি যেন নতুন ভাবে পরিলক্ষিত হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবির ) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট ( এবিএম) অনুষদে । এবিএম ফ্যাকাল্টির লেভেল -২সেমিস্টার -১ এর ফাইনাল পরীক্ষার শেষের চার মাস পার হলেও এখনো প্রকাশ পায়নি তার ফলাফল।
খোঁজ নিয়ে জানা যায় বিশ্ববিদ্যালয়ের এবিএম অনুষদের ফাইনাল পরীক্ষা আগষ্টে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সেপ্টেম্বর মাসে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও প্রায় চার মাস পরে এসেও প্রকাশিত হয়নি ফলাফল।
একই লেভেলে অধ্যায়নরত এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসে ।একি সাথে শুরু হয়েছে তাদের লেভেল -২সেমিস্টার-২ এর ফাইনাল পরীক্ষা ।
অন্যদিকে ফলাফল প্রকাশিত না হওয়ায় সেমিস্টার -২ এর সিটি পরীক্ষাগুলো নিতে অনিহা প্রকাশ করছেন অনুষদের কিছু কিছু শিক্ষক। অনুষদের এমন অসচেতনতার কথা উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, করোনার কারনে আমরা আগে থেকেই এক বছর পিছিয়ে আছি ।এই বিশ্ববিদ্যালয়ের আমার অন্য বন্ধুরা সেমিস্টার -২ এর ফাইনাল পরীক্ষা দিচ্ছে আর আমাদের এখনো লেভেল-২ সেমিস্টার-১ ফলাফল প্রকাশিত হয়নি ।
এই দিক থেকে দেখলে আমারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অন্য অনুষদের বন্ধুদের থেকে প্রায় দুই মাস পিছিয়ে যাচ্ছি ।আমাদের মনে হয় বিষয়গুলো নিয়ে অনুষদের স্যারদের চিন্তা করা উচিত ।
ফলাফাল প্রকাশের বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড.অশোক কুমার ঘোষ বলেন,
আসলে কিছু সমস্যার কারনে দেরি হচ্ছে।তবে সামনে সপ্তাহের মধ্যে অবশ্যই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ।
সময় জার্নাল/এলআর