স্পোর্টস ডেস্ক:
শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়েই যুবাদের বিশ্বকাপে অংশ নিয়েছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকায় চলমান এই টুর্নামেন্টে লাল-সবুজ দলের সূচনাটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই হারতে হয়েছে ভারতের বিপক্ষে। তাই সুপার সিক্সে টিকে থাকতে আজ গ্রুপ পর্বের ম্যাচে জিততেই হবে টাইগার যুবদের। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
আজ বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার জিসান আলম ও ইকবাল হোসেন ইমন। তাদের জায়গায় দলে ঢুকেছেন আদিল বিন সিদ্দিক ও রাফিউজ্জামান রাফি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আয়ারল্যান্ড যুবাদের। আগের সাতবারের মুখোমুখি সব কয়বারই জিতেছে টাইগাররা। যদিও ১৪ বছর ধরে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়নি। সবশেষ ২০১০ সালে নেপিয়ারে খেলেছিল তারা। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৯৫ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ একাদশ:
আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), পারভেজ জীবন,রোহানাত দৌলা বর্ষণ, মারুফ মৃধা, রাফিউজ্জামান রাফি।
আয়ারল্যান্ড একাদশ:
জর্ডান নেইল, রায়ান হান্টার, গেভিন রুলস্টোন, কিয়ান হিল্টন, ফিলিপাস রোক্স (অধিনায়ক), স্কট ম্যাকবেথ, জন ম্যাকনেলি, কারসন ম্যাককোলাহ, অলিভার রিলে, রুবেন উইলসন, ম্যাথু ওয়েলডন।
ৎ
এমআই