সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফাইন আর্টস বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী প্রিন্টমেকিং কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ২০৭ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভাগটির বিভিন্ন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্বহস্তে ছাপ দিয়ে প্রিন্টমেকিং মেশিনের মাধ্যমে নিজেদের প্রতিকৃতি ছাপান। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘প্রাচীন ইতিহাস থেকে জানা যায় ছাপচিত্রের মাধ্যমে দিয়ে ভাষা ও গণনার উৎপত্তি হয়েছে। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা যেদিন জয়নুল আবেদিন, হাশেম খান, শেখ মোহাম্মদ সুলতানদের মতো বিখ্যাত চিত্রশিল্পী হবে, সেদিন আমরা সার্থক হবো।’
উল্লেখ্য, প্রিন্টমেকিং বা ছাপচিত্র সাধারণত কাগজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় শিল্পকর্ম তৈরির কৌশল। ইবির চারুকলা বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আগামী রবিবার পর্যন্ত এই কর্মশালা চলবে।
সময় জার্নাল/এলআর