মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নূরুল আমীন ইউজিসি কর্তৃক পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনীত হওয়ায় নিজ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ ন ম আব্দুল মাবুদ বলেন, আমাদের জন্য এটি গর্বের ও সম্মানের বিষয় যে, ইউজিসি ফেলোশিপের মত সম্মানের একটি ফেলোশিপ পেয়েছেন আমাদের বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নূরুল আমীন নূরী। পোস্ট-ডক্টরাল ফেলোশিপ দেশের বাইরে যেমন সম্মানিত তেমনি দেশেও এর কদর কম না। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, তিনি ১ বছর গবেষণার মাধ্যমে উন্নতমানের থিসিস উপহার দিবেন, যা জাতির কল্যাণে আসবে।
অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমীন নূরী নিজের অনুভূতি ব্যক্ত করে ঢাকা পোস্টকে বলেন, আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আমার স্বপ্ন ছিল পিএইচডি ডিগ্রী অর্জন করার পর একাডেমিক লাইনের শেষ ডিগ্রী 'পোস্ট-ডক্টরেট' ডিগ্রী ইউজিসির স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ করবো৷ আল্লাহ তায়ালার অশেষ রহমতে, বাবা-মা এবং শিক্ষকদের দোয়ায় আমার স্বপ্নটি পূরণ হয়েছে। আমি ইউজিসিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়, যাদের কাজের আঞ্জামের মাধ্যমে এটি গৃহীত হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন বিষয়ক কমিটির এক সভায় চবির ২ জন শিক্ষকসহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষককে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রদান করে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন (ইউজিসি)।
এমআই