স্পোর্টস ডেস্ক:
বিপিএলের জৌলুস বাড়াতে বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে রংপুর রাইডার্স। সাকিব-বাবরদের সাথে আরো এক তারকা ক্রিকেটারকে দলে টানছে তারা। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রসি ভ্যান ডার ডুসেনকে চুক্তিবদ্ধ করেছে রাইডার্সরা।
মাস দুয়েক আগে প্লেয়ার্স ড্রাফট শেষ হলেও দলগুলোর সুবিধার জন্যে ক্রিকেটার দলভুক্ত করার নিয়মে কোনো সংখ্যা বা সময় রাখেনি বিসিবি। যার ফায়দা বেশ ভালোভাবেই নিচ্ছে দলগুলো।
আসর শুরুর পরও প্রয়োজন অনুসারে একের পর এক ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। যেখানে রংপুর একটু পিছিয়ে থাকলেও বড় চমক নিয়ে ফিরছে তারা।
নিজেদের ব্যাটিং ভিতকে আরো শক্তিশালী করতে এবার রংপুর দলে ভেড়াচ্ছে প্রোটিয়া ব্যাটার ডুসেনকে। যদিও এখনই তিনি যোগ দিচ্ছেন না। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজ দেশের এসএ২০ লিগে। এমআই কেপ টাউনের হয়ে খেলছেন তিনি। সেখানকার দায়িত্ব শেষ করেই যোগ দেবেন রাইডার্স শিবিরে।
বাবর আজম, ব্রেন্ডন কিং, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, মাথিশা পাথিরানা, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে ডুসেনের অন্তর্ভুক্তি রংপুরকে আরো শক্তিশালী করে তুলবে নিশ্চিতভাবেই।
শোনা যাচ্ছে, আরেক প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেনকে দলভুক্ত করতেও চেষ্টা চালাচ্ছে রংপুর।
সময় জার্নাল/এলআর