ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধিঃ বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটি (বিএমপিএস) এর ১১তম কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই) বিভাগের প্রভাষক মো. মোখলেছুর রহমান।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) তিনি বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি বিএমপিএসের কেন্দ্রীয় সম্মেলনে গঠিত এক বছর মেয়াদি এই কমিটির সভাপতি হিসেবে ড. মোঃ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ড. রায়হান উদ্দীন, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি সোমা, কার্যনির্বাহী সদস্য ড. মুনিমা হক, মোঃ মতিউর রহমান (মিঠু), মেজর মোঃ মাহমুদুল হাসান মান্না, মোঃ ইমরান বিন মোসতাক, রুকাইয়া আক্তার ও তানজিলা আক্তার রত্না।
কমিটি ঘোষণা করেন এশিয়ান ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (এএফওএমপি) এর সহ-সভাপতি অধ্যাপক হাসিন অনুপমা আজহারি। তিনি গবির ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।
এমআই