বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪
ক্যাম্পাস প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে(গবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সেমির বাধা টপকে ৪ফাইনালিস্ট চুড়ান্ত। ১তারিখের ফাইনালে রাজনীতি ও প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) গবির কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেটের সেমি-ফাইনালে ছেলে ও মেয়েদের দলগুলো মাঠে নামে।
ছেলেদের খেলায় ১ম সেমিতে মুখমুখি হয় ইংরেজি এবং মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, যেখানে ইংরেজি বিভাগ সহজে জয়লাভ করে ফাইনালে উঠে যায়।
২য় সেমিতে রাজনীতি ও প্রশাসন এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর মধ্যকার ম্যাচে ভেটেরিনারি অনুষদকে উড়িয়ে দিয়ে ফাইনালে চলে যায় রাজনীতি ও প্রশাসন বিভাগ, কিন্তু এ ম্যাচ বিতর্কের জন্ম দেয় রাজনীতি। যেখানে রাজনীতি ও প্রশাসন তাদের দলের তালিকার বাহিরের খেলোয়াড় মাঠে নামায়, ফলে খেলা পরিচালনা কমিটি তাদের ৫ রান জরিমানা করেন।
অন্যদিকে, মেয়েদের সেমিতে দিনের প্রথন খেলায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ মুখোমুখি হয়, যেখানে ৪৮ রানের টার্গেট এ ১০ উইকেট এই জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মুখমুখি হয় বাংলা বিভাগ।যে ম্যাচে হেসে খেলে জয়লাভ করে টানা ২য় বারের মত ফাইনাল নিশ্চিত করেন তারা।
মেয়েদের ফাইনাল খেলায় ১লা ফেব্রুয়ারি সকাল ১০.০০টায় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মুখমুখি হবে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। অন্যদিকে একই দিনে ছেলেদের ফাইনালে সকাল ১১.০০টায় রাজনীতি ও প্রশাসন বিভাগের মুখমুখি হবে ইংরেজি বিভাগ।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি শুরু হওয়া এবারের এই প্রতিযোগিতায় ২টি ইভেন্টে, ৫টি অনুষদের মোট ১৭ টি বিভাগের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর