কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
আগামী এক বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদিত দেওয়া হয়।
এতে নোবিপ্রবি শিক্ষা বিভাগের (১৩ তম ব্যাচ) শিক্ষার্থী শরিফুল ইসলাম ভূঁইয়া শরীফ সভাপতি এবং শিক্ষা প্রশাসন বিভাগের (১৪ তম ব্যাচ) শিক্ষার্থী আবু ইউসুফে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারন সম্পাদক আবু ইউসুফ বলেন, ছাত্রলীগের কর্মী হওয়া গৌরবের বিষয়, আর নেতা হওয়া সৌভাগ্যের বিষয়। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি।
প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে এই দায়িত্বের ভার অনেক বেশি। আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। শিক্ষা বিজ্ঞান অনুষদকে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার একটি স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকব।
সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময়ের অন্যতম স্মার্ট, শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। খুব অল্প সময়ের মধ্যেই উনারা হল, অনুষদ এবং ইন্সটিটিউট সমূহের কমিটি দিয়ে নোবিপ্রবি ছাত্রলীগে নব যুগের সূচনা এবং নতুন ইতিহাস তৈরী করছেন।
আমি সবসময় চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার। সবসময় অনুষদের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন ও সমস্যায় পাশে থাকব। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষা বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।
সময় জার্নাল/এলআর