নিজস্ব প্রতিনিধি:
বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার দেশের ৬ বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অফিস থেকে শিলাবৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
সোমবার অথবা মঙ্গলবার যেটুকু তাপমাত্রা বাড়ছে, বুধবার এর সাথে সার্বিকভাবে আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এই তাপমাত্রাটুকু বিরাজমান উচ্চ তাপমাত্রার সাথে যোগ হলে দেশের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ বেড়ে গিয়ে মাঝারি মানের তাপপ্রবাহে উন্নীত হতে পারে।
তবে এ উচ্চ তাপপ্রবাহ বেশি দিন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তিনি বলেন, সামনে ৪/৫ দিন তাপপ্রবাহ থাকলেও এই সময়ের শেষে অর্থাৎ এখন থেকে ৫ দিন পর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সময় জার্নাল/এলআর