নিজস্ব প্রতিবেদক:
প্রখ্যাত ভাষাবিজ্ঞানী,জ্ঞানতাপস, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ১৩৯ তম জন্ম বার্ষিকী ও ৫৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (২৯ আষাঢ় ১৪৩১, ৬ মহররম ১৪৪৬) ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ -এর পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজনে অংশগ্রহণ করেন দেশের ডাক ও সোনারগাঁও সমাচার পত্রিকা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. টি. এম. মমতাজুল করিম, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ'র সাধারণ সম্পাদক ডাঃ মআআ মুক্তাদীর , বিশিষ্ট নাট্যনির্মাতা নূর হোসেন রানা, শিশু সংগঠক মুস্তাফিজ সুজন, নাট্যশিল্পী শেখ নাসিম, মো. বকুল হোসেন হ্নদয়, রিয়াদ মাহমুদ খান প্রমুখ। অনুষ্ঠান ও
দূ'আ পরিচালনা করেন ছড়াকার ফরিদ সাইদ।
এমআই