তিতুমীর কলেজ প্রতিনিধি: বর্তমানে হরহামেশাই শোনা যায় ফেসবুক আইডি হ্যাক, ব্যাক্তিগত তথ্য ফাঁস হওয়াসহ নানা অভিযোগ। এ থেকে পরিত্রাণের আপনাকে জানতে হবে ফেসবুক সাইবার নিরপত্তা সম্পর্কে। আর এ সম্পর্কে জানাতে ও সচেতন করতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য তিতুমীর আইটি সোসাইটি আয়োজন করতে যাচ্ছে 'Workshop on Facebook Cyber Security Awareness'।
কর্মশালাটি তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সাইবার সিকিউরিটি বিষয়ে জানতে ও ফেসবুকের সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদের ধারণাকে আরও সমৃদ্ধ করতে ১৯ জুন রাত ৮.০০ টায় গুগল মিটের মাধ্যমে ফেসবুক সাইবার নিরাপত্তা বিষয়ক ভ্যার্চুয়াল কর্মশালায় আপনিও যুক্ত হোন।
'Workshop on Facebook Cyber Security Awareness' এ যুক্ত হয়ে আপনি যা শিখতে পারবেন:
১.ফেইসবুক হ্যাক হয় কিভাবে?
২. ফেসবুক একাউন্ট ডিসএবল করা।
৩. কিভাবে আইডি হ্যাকারদের থেকে নিরাপদ রাখতে হবে?
৪. ফেসবুক হ্যাকিং সম্পর্কে ভুল ধারণা।
৫. স্প্যাম লিংক কি? ফিশিং সাইট চিনার উপায়।
৬. আমাদের গোপনীয় তথ্য ফাঁস হয় কিভাবে?
৭. প্রতারক থেকে নিজেকে রক্ষা করার উপায়।
৮. হ্যাকিং এপস ও সফটওয়্যার কোথায় পাবো, ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা হবে।
তিতুমীর কলেজ আইটি সোসাইটি'র এ আয়োজনে, ক্লাব স্ট্রাটেজিক পার্টনার হিসেবে যুক্ত থাকবে সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, তিতুমীর কলেজ এন্ট্রাপ্রেনারশিপ ও বিজনেস ক্লাব।
সময় জার্নাল/এমআই