মোঃআশিক মিয়া, চবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত রোববার (৪ আগস্ট) নিজ জেলা মাগুরা সদরে আন্দোলনকালে শহীদ হয় ফরহাদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে সমাধিত শহীদ ফরহাদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন বিভাগের ৫ শিক্ষকসহ ৭০ জন শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জামালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাভলু, প্রভাষক নুরুল হামিদ কানন। এতে ফরহাদের ভাই, আত্মীয়সজন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, সহপাঠীরাও অংশ নেন।
ইতিহাস বিভাগের পক্ষ থেকে ফরহাদের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ফরহাদের সাথে লাইব্রেরি দেখা হতো, আমি তাকে চিনতাম। সে ছিল নম্র ও ভদ্র। আমরা আজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে সহকর্মী ও আমার বিভিন্নবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এসেছি তার পরিবারের খোঁজ নিতে। আমাদের বিভাগের সিলেবাস তার নামে উৎসর্গ করা হয়েছে। তার এই আত্মত্যাগ আমরা যেন কখনো না ভুলে যাই।
এমআই