এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে নাগরিক সেবায় ফিরেছে ১৫ নং সদর ইউনিয়ন পরিষদ। স্থানীয় জনগন পাচ্ছেন সকল সুযোগ সুবিধা। রবিবার সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন, ওয়ারিশ কায়েম সার্টিফিকেট, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহ সকল কার্যক্রম শুরু করেছেন।
ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মো. রিপন পাল, প্যানেল চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, শাহিন আল আজাদ, মো. কামাল হোসেন, মিলন শেখ, সংরক্ষিত আসনের ইউপি সদস্য রাজিয়া বেগম, উদ্যোক্তা মো. আলাউদ্দিন তালুকদার, দফাদার মো. নান্টু শেখসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, গত ৫ আগষ্টের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকদিন ইউনিয়ন পরিষদে কার্যক্রমে নাগরিক সেবায় সাধারণ মানুষের কিছুটা বেগ পেতে হলেও এখন পুরোদমে চলছে পরিষদের কার্যক্রম। যদিও ওই সময়ে বিকল্প ব্যবস্থায় দেওয়া হয়েছিল নাগরিক সেবা।
এখন থেকে পরিষদে অফিস চলাকালিন সময়ে কোন নাগরিক সেবা থেকে ব্যাহত হবে না। জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগনের সেবা করাই অর্পিত দায়িত্ব বলে মনে করেন তিনি।
সময় জার্নাল/এলআর