মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীসহ ৩ শতাধিক বন্যার্ত অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ ভিটা ওয়ার্ল্ডের সামনে চাল বিতরণকালে দোয়া ও মোনাজাত করেন মাওলানা সাইয়েদ হাফেজ জাকারিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি মুফতি সাইয়েদ আবদুল আউয়াল, নাসিম হিজাযী রিফাত, মাওলানা মোস্তফা, ইব্রাহিম শিপন, চিওড়া ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আবদুল কাইউম, মাওলানা আবদুল জলিল, মাওলানা ইলিয়াছ, মাওলানা হাফেজুল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, সাইয়েদ রেজাউল করিম।
ইউনিয়নের ভিন্ন ধর্মাবলম্বীসহ ৩ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে ২৫ কেজি বস্তা চাল বিতরণ করা হয়। বস্তাবর্তী চাল পেয়ে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় নারী-পুরুষ।
এছাড়াও চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার অন্যান্য ইউনিয়নেও আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর