এম,.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এ বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মো. বেলায়েত হোসেন সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, মো. নুরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, রেহানা রিয়া, এবাতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা আবুল আলা শরীফ প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমআই