আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে একটি আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।
এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি। হামলার পর যে ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর।
এমআই