সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. আলী আকবর সরকার (আলিফ) ও সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী জুলকিফল বিন কাদির (জিয়াম)।
গত শনিবার (২ নভেম্বর) বিকাল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে গাইবান্ধা জেলা থেকে নবাগত বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের মো. আসিফ মিয়া, সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মুহিদ মোহাম্মদ ফাহিম, মাসুদ রানা, শাহাজালাল আহমেদ, আলামিন, মুহতাসিন বিল্লাহ, শেখ সাদি, শাকিল, রওনক জাহান, আহাদ অপূর্ব।
এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান সিয়াম, মোসাদ্দেক ইসলাম মোমিন, শ্রী গৌতম সরকার, ফিরোজ কবির, সাদিকুল ইসলাম, আলামিন ইসলাম, মহসিন, মমিনুল ইসলাম, ওমর ফারুক, রোকনুজ্জামান রিমন, সাগর মিয়া, মাধুরিমা, তিতুমীর। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহা মিয়া শাফি, নাহিদ, স্বাধীন মিয়া, জান্নাতুল ফাহিমা, শাহী ফারজানা তাসমিন।
কমিটিতে দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল মাহদী, উপ-দপ্তর সম্পাদক পদে জুবায়ের ইসলাম, ফাহিমা বর্ষা, এস. এম সীমান্ত। অর্থ সম্পাদক পদে রায়হান, উপ-অর্থ সম্পাদক পদে আহসান হাবিব, নিয়ামুল হাসান দায়িত্ব পালন করবেন।
এছাড়া, প্রচার সম্পাদক হয়েছেন ফারুক আহমেদ মুন্না, উপ-প্রচার সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম, আবিদ হাসান রাফি। শিক্ষা ও সেমিনার সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম জয়, উপ-শিক্ষা ও সেমিনার সম্পাদক হয়েছেন প্রিয়াঙ্কা সরকার, কল্লোল। ক্রীড়াসম্পাদক হহয়েছেন আল মাহদী সৌরভ, উপ-ক্রীড়া সম্পাদক হয়েছেন রায়হান কবীর, ইমরান হাসান মুন্না। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন আলমগীর প্রামাণিক, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার জুই, তাওফিক হাসান, বৃত্তি বিষয়ক সম্পাদক পদে আফ্রিদি, উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক পদে আহসানুল হাবিব, রুবায়েত খন্দকার দায়িত্ব পালন করবেন।
তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন ওমর ফারুক, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর আহমেদ জয়, কার্যকরী সদস্য পদে দায়িত্ব পালন করবেন আসিফ, মাহি, তানভীর, দিগন্ত সাহা, জোবায়ের হেসেন, আবির।
নবনিযুক্ত সভাপতি মো. আলী আকবর সরকার (আলিফ) বলেন, আমাদের লক্ষ্য জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে অবস্থানরত গাইবান্ধার শিক্ষার্থীদের নিয়ে সার্বিক দিক নির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করা এবং তাদের মেধা ও মনন এর বিকাশ ঘটানো।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জুলকিফল বিন কাদির (জিয়াম) বলেন, দায়িত্ব মানে অনেক বড় কিছু। আমাদের লক্ষ্য থাকবে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা। ভর্তি পরিক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজে শিক্ষার্থীদের পাশে থাকা এবং সর্বোপরি সবাইকে সাথে নিয়ে জেলা সমিতির কার্যক্রম তরান্বিত করা।
এমআই