মো: মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (কেইউপিএস) কর্তৃক বিশ্বিবদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে দুইদিন ব্যাপী 'জুলাই গনঅভ্যুত্থান - ২০২৪' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ, তরুন শিক্ষার্থীদের অসীম সাহসিকতা, অদম্য নেতৃত্বসহ নানান দুঃসাহসিক এবং আন্দোলন চলাকালীন বিভিন্ন ঘটনা প্রবাহের আলোকচিত্র প্রদর্শন করেন।
আয়োজক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাদের ত্যাগ ও সাহসিকতাকে সামনে রেখে ভবিষ্যতের উন্নয়ন ও ন্যায়ের পথে কাজ করার অনুপ্রেরণা জোগানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে, সেই ঐতিহাসিক অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ ও সংরক্ষণে আলোকচিত্র শিল্পী ও ফটোসাংবাদিকদের অসামান্য অবদানের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাদের নিরলস প্রচেষ্টার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করাও এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রদর্শনী দেখতে আসা এক শিক্ষার্থী জানান, "এই প্রদর্শনী আমাকে জুলাই আন্দোলন চলাকালীন সময়ের স্মৃতি স্মরণ করতে সাহায্য করেছে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আগামীর তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এমন আয়োজন বেশ ভূমিকা রাখবে বলে আশা করছি। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ এমন আয়োজনের জন্য।"
এর আগে সংগঠনটির উদ্যোগে ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আলোকচিত্র আহ্বান করে, সেখান থেকে বিচারক প্যানেলের মাধ্যমে নির্বাচিত আলোকচিত্রসমূহ প্রদর্শন করা হয়েছে। এ আলোকচিত্র প্রদর্শনীটি ২৯ ও ৩০ নভেম্বর দুইদিন ব্যাপী প্রদর্শন করা হয়েছে।
এমআই