আলী আজীম, মোংলা প্রতিনিধি:
মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে শশুর বাড়িতে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক যুবতী। লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। সে মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরী করে।
রবিবার (২ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বটতলা (মুন্সিপাড়া) এলাকায় স্বামী সাগর তালুকদার (৩৫) এর পিতার বাড়িতে এ অবস্থান নেয় লাইজু।
লাইজু অবস্থান নেয়ার পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক স্বামী মো: সাগর তালুকদারের পরিবারের অন্যান্য সদস্যরা। মো: সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
লাইজু আক্তারের অভিযোগ, লাইজু ও সাগর তালুকদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর তাকে ভাড়া বাসায় রাখে। তাকে ঠিক মতো ভরন পোষন দেয়না। বাড়ি তুলে নেবার ক্ষেত্রেও নানা তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে সাগর তালুকদার তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো এবং চাপ দিতো ও আমাকে মারধর করতো।
উপায়ন্ত না দেখে সে রবিবার বিকালে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের পিতার বাড়িতে অবস্থান নেয়। অবস্থানে ক্ষুব্ধ হয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনেই পরিবারের লোকজন লাইজুকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী লাইজুকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত স্বামী সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবীতে বাড়িতে অনশন করে। সে আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিবাহ করেছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
তানহা আজমী