মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের মঙ্গলবার তিনটি মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে।
ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় ফেলনা যুব বিভাগ ২-১ গোলে ছাতিয়ানী যুব বিভাগকে পরাজিত করে। খেলা দেখতে দুই গ্রামের যুবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে খেলার উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও জামায়াত নেতা শামীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস মিয়া, ছাতিয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ার আহমেদ, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীম, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার, মুন্সিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবর মোল্লা, শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াত নেতা এমরান হোসেন ভুঁইয়া মাসুদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেশকাত উদ্দিন, জামায়াত নেতা হাফেজ মর্তুজা।
অনুষ্ঠানে ছাতিয়ানী যুব বিভাগের পক্ষ থেকে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরি সদস্য মোঃ আনিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তানহা আজমী