খালেদ হোসেন টাপু,রামু প্রতিনিধি:
রামুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইফার রামু উপজেলা সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পানিরছড়া ষ্টেশন জামে মসজিদের খতীব মাওলানা মমতাজ আহমদ, হাইটুপী তলিয়ার পাড়া জামে মসজিদের খতীব মাওলানা মো. আলমগীর, উত্তর মেরংলোয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইসহাক ও ইফার মডেল কেয়ারটেকার মাওলানা আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।
মহান শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াছ। পরে শতাধিক ইমাম/শিক্ষক র্যালী সহকারে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে অংশগ্রহণ করেন।
টিএ