ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম:
শেখ হাসিনার টানা শাসনামলে বাংলাদেশের রাজনীতিতে নানা নাটকীয় মোড় দেখা গেছে। প্রায় দেড় দশকের নিরঙ্কুশ ক্ষমতা চর্চার পরেও তিনি ক্ষমতার লড়াইয়ে অবিচল। তবে, এ দীর্ঘ শাসনের পরিণতি কেমন হতে পারে, তা নিয়ে দেশজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
ক্ষমতার প্রতি অদম্য লোভ:
২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা ভারত এবং এক-এগারোর নায়কদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় ফিরে আসেন। বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়া আপোসহীন মনোভাব দেখালেও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অবলম্বন করেন। একদিকে ভারতের আস্থা অর্জন, অন্যদিকে জরুরি অবস্থার সরকারের সাথে সমঝোতা করে তিনি নিরঙ্কুশ শাসনের পথ তৈরি করেন।
বিরোধীদের নিশ্চিহ্ন করার প্রচেষ্টা:
শেখ হাসিনার শাসনে বিরোধী দল বিএনপির ওপর ক্রমাগত দমন-পীড়ন চালানো হয়েছে। বিরোধী দলের আন্দোলনগুলো কঠোরভাবে দমন করতে বিশেষ বাহিনী গঠন করা হয়, যারা ছায়ার সঙ্গে যুদ্ধ করে চলেছে। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতার, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা তার শাসনের ভিত্তি দৃঢ় করেছেন।
বিচারব্যবস্থার কব্জা:
ক্ষমতায় থাকার জন্য বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী নেত্রী খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাবন্দি করা হয়েছে, আর তারেক রহমানের গতিবিধি নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে।
ভারত নির্ভরতা ও পশ্চিমা বিশ্ব:
ভারতের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য। ভারতের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছেন। তবে, সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থানেও পরিবর্তনের আভাস মিলেছে। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে ভারত এখন আর আগের মতো শেখ হাসিনাকে সমর্থন দেবে না বলেই অনেকে মনে করছেন।
পরবর্তী প্রজন্ম ও দলের ভবিষ্যৎ:
আওয়ামী লীগ বর্তমানে নেতৃত্ব সংকটে ভুগছে। শেখ হাসিনার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দলে অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট। তরুণ নেতৃত্বের মাঝে ভবিষ্যতের সম্ভাবনা দেখা গেলেও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা প্রশ্নবিদ্ধ। সেনানিবাস ও বিদেশে বসবাসরত পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত।
চূড়ান্ত প্রশ্ন:
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে, তা সময়ই বলে দেবে। তবে, বিরোধী রাজনৈতিক শক্তির উত্থান এবং দেশের জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার টানা শাসন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিলেও, ক্ষমতার ভারসাম্য রক্ষার অভাবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক ফল বয়ে আনতে পারে।
বাংলাদেশ কি নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে? নাকি শেখ হাসিনার রাজনৈতিক কৌশল আবারো তার ক্ষমতা টিকিয়ে রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে বাংলাদেশের জনগণ এবং ইতিহাস।
লেখক: ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম,
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র।